আলহাজ্ব মুফতী আব্দুল মালেক
চেয়ারম্যান
আবাবিল ইন্টারন্যাশনাল হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস লি:
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা,
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইসলামের পাচটি রুকনের মধ্য হজ একটি ফরজ ইবাদত। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহ সুবহানুতায়ালা হজকে ফরজ করেছেন। আল্লাহ তায়ালার ফরজ হুকুম পালনে আবাবিল ইন্টারন্যাশনাল হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস লি: আপনাকে একটি সুন্দর সুশৃংখল আরামদায়ক পরিবেশের নিশ্চয়তা দিচ্ছে। যার ফলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুন্দর একটি পরিবেশের মাধ্যমে পবিত্র হজের প্রত্যেকটি করনীয় কাজ সম্পাদন করতে পারবেন।আমরা দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ বরেণ্য আলেম-ওলামা মুফতী মুহাদ্দিসের মাধ্যমে সন্মানীত হাজী সাহেবদের খেদমতের এন্তেজাম করে আসছি। মক্কা-মদিনায় উন্নতমানের আবাসন ও দেশীয় খাবারের ব্যবস্থা করে থাকি। এছাড়া মক্কা-মদিনা, মিনা, আরাফা ও মুজদালিফায় হাজী সাহেবদের নির্ভূল আমল ইবাদত পরিপালনে মাসআলা-মাসায়েল শিখার সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রত্যেক মুসলমানের জীবনে পবিত্র মক্কা-মদিনা জিয়ারতের স্বপ্ন থাকে। আবাবিল আপনার স্বপ্ন পূরণের সঙ্গী। এক কথায় যদি বলি, হজের ইবাদত আপনার সেবা আমাদের। সন্মানীত হাজী সাহেবদের খেদমতে আমরা আপনাদের দোয়া কামনা করছি। আল্লাহতায়ালা প্রত্যেক মুসলমান ভাই ও বোনদের হজ করার তৌফিক দান করুক। আমীন।